মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গরু জবাইয়ের জন্যই কেরালায় বন্যা!

গরু জবাইয়ের জন্যই কেরালায় ভয়াবহ বন্যা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা। ওই নেতার নাম বাসানগৌদা পাতিল ইয়াতনাল। তিনি কেরালার প্রতিবেশী রাজ্য কর্নাটকের বিজেপি দলীয় এমপি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী।  তিনি আরও মন্তব্য করেছেন, ‘হিন্দুদের অনুভূতিতে আঘাত দেওয়ার কারণেই কেরালার এই দুর্গতি।’ টানা বর্ষণের কারণে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক বন্যায় কেরালায় প্রায় ৩০০ লোকের মৃত্যু ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। ব্যাপক এই প্রাকৃতিক দুর্যোগকে গরু জবাইয়ের সঙ্গে সম্পর্কিত করেছেন ইয়াতনাল। তিনি বলেছেন, ‘গরু জবাই হিন্দুদের অনুভূতির বিরুদ্ধে যায়। কারও ধর্মীয় অনুভূতিতেই আঘাত করা উচিত নয়। এখন আমরা দেখতে পাচ্ছি কেরালায় কী ঘটল, তারা প্রকাশ্যে গরু জবাই করেছিল এবং আপনারা দেখলেন এক বছরেরও কম সময়ের মধ্যে তারা এই দুর্দশার মধ্যে পড়ল। তিনি আরও বলেন, ‘হিন্দুদের অনুভূতিতে যারাই আঘাত করবে তারাই এভাবে শাস্তি পাবে।’ এদিকে বাচালতার জন্য ইয়াতনালের কুখ্যাতি আছে বলে জানিয়েছে এনডিটিভি। গত মাসে তিনি বলেছিলেন, তিনি যদি কর্নাটক রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রী হতেন তাহলে হয়তো ?বুদ্ধিজীবীদের গুলি করতেন কারণ তারা ‘বিপজ্জনক’। জুনে কর্নাটকের নির্বাচনের পরপরই তিনি নিজ দলের কর্মীদের এক বৈঠকে বলেছিলেন, মুসলিমদের উন্নয়নের জন্য বিজেপির কাজ করা উচিত নয়, কারণ তারা এই দলকে ভোট দেয় নাই। ‘হিন্দুরাই           আমার জয় নিশ্চিত করেছে। আমি হিন্দু সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করবো,           মুসলিমদের জন্য নয়, তিনি এমনটাই বলেছিলেন বলে প্রকাশিত উদ্ধৃতিতে জানিয়েছিল পিটিআই। এদিকে, তার এই মন্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। তাদের বক্তব্য ভারতে সম্প্রতি গরু জবাই নিষিদ্ধ হয়েছে। এর আগে সারাদেশে প্রচুর গরু জবাই হতো। তখনতো এমন বন্যা হয়নি। সুতরাং তিনি মনগড়া ভাবে ওই মন্তব্য করেছেন। এনডিটিভি

সর্বশেষ খবর