শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নাসার ইতিহাসে গত ৫০ বছরে যা ঘটেনি তাই ঘটে গেল!

গত পাঁচ দশকে এমন ঘটনা ঘটেনি। বিশ্ববাসীকে অবাক করে নাসার ট্রেনিং থেকে নিজের নাম সরিয়ে নিলেন এক মহাকাশ অভিযাত্রী। নাসার এই পদটির জন্য নিয়মিত প্রায় ১৮ হাজার প্রার্থী আবেদনপত্র পাঠায়। কিন্তু তাদের মধ্যে থেকে নির্বাচিত হন মাত্র ১২ জন। ইউএস স্পেস এজেন্সির তথ্য অনুসারে, সেই অভিযাত্রীর নাম রব কুলিন।  জানা গেছে, ট্রেনিংয়ে নির্বাচিত হওয়ার এক বছর পর সেই মহাকাশচারী ইস্তফা দেন। তার পদত্যাগের বিষয়টি নিয়ে মন্তব্য করেন নাসার মুখপাত্র ব্রান্ডি ডিন। তিনি বলেন, নিজের ব্যক্তিগত সমস্যাকে ইস্তফার কারণ হিসেবে দেখিয়েছেন কুলিন। এর বেশি আর কিছু বলতে চাননি ব্রান্ডি ডিন। ২০১৭ সালের জুন মাসে রব কুলিন নাসার ২০১৭ মহাকাশচারী প্রার্থীদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। সে বছরই আগস্টে মহাকাশচারী প্রার্থী হিসেবে দুই বছরের ট্রেনিং শুরু করেন।

সর্বশেষ খবর