Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৯
হলুদ বিকিনি পরা বেলুন
হলুদ বিকিনি পরা বেলুন

লণ্ডনের মেয়র সাদিক খানের প্রতিকৃতির মতো করে তৈরি করা হলুদ বিকিনি পরা একটি বিশাল বেলুন সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টারে শূন্যে ভাসছে। মেয়রের সমালোচনা করে গতকাল সেখানে এক বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। আর তখনই বিশালাকৃতির ওই বেলুনটি সেখানে ভাসান বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরে তাকে ব্যঙ্গ করে একই স্থানে ‘বেবি ট্রাম্প’র আকৃতিতে একটা বেলুন ভাসানোর অনুমতি দিয়েছিলেন লন্ডন মেয়র। এর মানানসই জবাব দিতেই এবার মেয়রের প্রতিকৃতির মতো করে ওই বেলুনটি শূন্যে ভাসান তার সমালোচকরা—এএফপি।

up-arrow