Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪৫
ইয়েমেনে বাসে হামলা ভুল স্বীকার সৌদি জোটের
bd-pratidin

ইয়েমেনে গত মাসে বাসে হামলা চালানোর ঘটনায় ‘ভুল’ স্বীকার করে ‘দুঃখ’ প্রকাশ করেছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। ওই হামলায় নিহত হয় ৪৩ জন। প্রায় সবাই শিশু। গত মাসের ৯ আগস্ট উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে হামলাটি চালানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও এ হামলার নিন্দা জানিয়েছিল। শনিবার এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট বাসে হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। অবশ্য জোটের এক মুখপাত্র বলেছেন, এক হুতি নেতাকে লক্ষ্য করেই ওই বিমান হামলা চালানো হয়েছিল বলে তাদের নিজস্ব তদন্তে উঠে এসেছে। জয়েন্ট ইনসিডেন্টস অ্যাসিসটেন্ট টিমের (জেআইএটি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল মানসুর আল মনসুর জানান, হুতি নেতা ও যোদ্ধাদের বহন করার কারণে বাসটি ‘বৈধ’ সামরিক লক্ষ্যবস্তু ছিল। হামলার স্থান নির্ধারণে ভুলের কারণেই অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও স্বীকার করে নেন তিনি।  ‘জোটের যৌথ বাহিনী কমান্ড ওই ভুলের জন্য দুঃখ প্রকাশ করছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা, সহানুভূতি ও সংহতিও জানাচ্ছি আমরা।’ সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে শনিবার দেওয়া বিবৃতিতে এমনটাই জানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বিবিসি।

এই পাতার আরো খবর
up-arrow