সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আর ছাড় দেবে না যুক্তরাজ্য

আর ছাড় দেবে না যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিচ্ছেদ নিয়ে (ব্রেক্সিট) সমঝোতার ক্ষেত্রে তার দেশ আর কোনো ছাড় দেবে না। একটি ‘ভালো চুক্তি’ সম্পাদিত হবে বলে তিনি আশাবাদী। তবে যদি চুক্তি না হয় সেই পরিস্থিতির জন্যও প্রস্তুতি নিয়ে রাখছে তার সরকার। গতকাল স্থানীয় টেলিগ্রাফ পত্রিকায় লেখা এক কলামে প্রধানমন্ত্রী তেরেসা মে এসব কথা বলেন। ব্রেক্সিট ইস্যুতে নতুন কোনো গণভোটের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তেরেসা মে। তিনি বলেছেন, পুনরায় গণভোট আয়োজন হবে ‘আমাদের গণতন্ত্র ও বিশ্বাসের সঙ্গে প্রতারণা’। ব্রেক্সিট চুক্তি সম্পাদনে তেরেসা মের প্রস্তাব নিয়ে ব্রেক্সিটপন্থি এবং ব্রেক্সিটবিরোধী দুই পক্ষের মধ্যেই সমালোচনা চলছে।

সর্বশেষ খবর