বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাস্তি নয়, দুই সাংবাদিকের প্রশংসা করা উচিত : পেন্স

মিয়ানমারের আদালত যে রায়ে রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে, তা বাতিল করে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মঙ্গলবার এক টুইটে তিনি বলেছেন, ওয়া লোন এবং কিয়াও সো ও মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার যে ঘটনা উদঘাটন করেছেন, সেজন্য তাদের জেল না দিয়ে প্রশংসা করা উচিত। শক্তিশালী গণতন্ত্রের জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা যে জরুরি- সে কথাও মিয়ানমার সরকারকে মনে করিয়ে দিয়েছেন পেন্স। রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার ওই দুই সাংবাদিককে গত সোমবারসাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, দুই সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে সত্য বলার অপরাধে। তাদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র আরও সোচ্চার ভূমিকা নেবে।

সর্বশেষ খবর