শিরোনাম
শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অন্যের স্বার্থে যুদ্ধে লড়বে না পাকিস্তান : ইমরান

অন্যের স্বার্থে যুদ্ধে লড়বে না পাকিস্তান : ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভবিষ্যতে বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থ রক্ষায় যুদ্ধে লড়াই করবে না পাকিস্তান। তার কাছে দেশের স্বার্থই সবার আগে। বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডিতে সেনা শহীদ দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইমরান খান। একই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। সেনাদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পৃথিবীর অন্য কোনো দেশের সেনাবাহিনী এত আত্মত্যাগ করেনি। সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও ইমরানের এ মন্তব্য আসলে ট্রাম্প প্রশাসনের উদ্দেশে বার্তা বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন স্বার্থ দেখছে না পাকিস্তান। বেশ কিছু দিন ধরেই এ অভিযোগ জানিয়ে আসছে হোয়াইট হাউস। গত সপ্তাহেই পাকিস্তানের জন্য বরাদ্দ ৩০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য বাতিল করার কথা জানিয়েছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হটাতে পাকিস্তানের সাহায্য দরকার যুক্তরাষ্ট্রের। কিন্তু পাকিস্তান সেনারা ইচ্ছাকৃতভাবে সেই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পাশে নেই।

সর্বশেষ খবর