শিরোনাম
শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইরাকের গ্রিন জোনে মর্টার হামলা

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে গতকাল ভোরে একাধিক মর্টার শেল ছোড়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া সরকারি পরিষেবার দুরবস্থা নিয়ে ইরাকের বসরা প্রদেশে নতুন করে বিক্ষোভ চলাকালে ১ জন নিহত ও ৩৫ জন আহত হন। এ ঘটনায় সেখানে পুনরায় কারফিউ জারি করার পর এ হামলার ঘটনা ঘটল। বাগদাদের কড়া নিরাপত্তার গ্রিন জোন বা সুরক্ষিত এলাকায় কারা হামলা চালিয়েছে, তা শনাক্ত করা যায়নি। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মার্কিন দূতাবাসের ভবন রয়েছে ওই এলাকায়। সেখানে এ ধরনের হামলা চালানোর ঘটনা বিরল। রাজধানীর নিরাপত্তাপ্রধান বলেন, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। দেশটির তেলসমৃদ্ধ দক্ষিণাঞ্চল বসরায় জুলাই থেকে বিক্ষোভ চলে আসছে। দূষিত পানির কারণে ৩০ হাজার মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভ ফুঁসে ওঠে।

সর্বশেষ খবর