শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুবরাজের সিদ্ধান্তের বিরুদ্ধে বাদশাহ

সৌদি আরবের রাজপরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা গেছে। রাজপরিবারের ঐক্য অটুট থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। একদিকে সৌদি বাদশাহর ভাইয়ের আনুগত্য নিয়ে যেমন বিতর্ক হয়েছে, অন্যদিকে বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সিদ্ধান্ত নিয়েও হয়েছে সমালোচনা। এমন পরিস্থিতিতে ছেলের সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়েছে তার বাবাকে। দেশটির সংবাদমাধ্যম আল খালিজের প্রতিবেদনের ভিত্তিতে সংবাদমাধ্যম মিডিলইস্ট মনিটর জানিয়েছে, যুবরাজের সিদ্ধান্ত বাতিল করে দিয়ে বাদশাহ সালমানই সৌদি আরামকোর শেয়ার বিক্রির সিদ্ধান্ত স্থগিত করেছেন। তা ছাড়া ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবরাজ সালমানের মার্কিন পক্ষপাতের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছেন বাদশাহ সালমান।

সর্বশেষ খবর