সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

উ. কোরিয়ার কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র ছাড়া সব ছিল

উত্তর কোরিয়া ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে। এতে সব ধরনের অস্ত্রের প্রদর্শনী থাকলেও দেশটির সবচেয়ে অহংকারের জিনিস আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছিল না। কুচকাওয়াজের ২ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ভিডিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন চীনের পলিটব্যুরোর সদস্য লি ঝানজু। গার্ডিয়ান নিশ্চিত করেছে প্রদর্শনীতে কোনো আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছিল না। তবে দেশটির শীর্ষ নেতা কিম জং উন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। বিবিসি।

সর্বশেষ খবর