মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজনৈতিক অচলাবস্থায় সুইডেন

সুইডেনের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাট পার্টির উত্থানে শঙ্কার সৃষ্টি করেছে। নির্বাচনে প্রধান দুটি রাজনৈতিক জোটের প্রায় একই ধরনের ফলাফল ও চরম ডানপন্থি জাতীয়তাবাদী দলের উত্থানের মধ্যে দিয়ে সুইডেন একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় সব ভোট গণনার পর দেখা গেছে ক্ষমতাসীন মধ্য-বাম সোশ্যাল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টি এবং তাদের বাম দলীয় পার্লামেন্টারি মিত্ররা ৪০ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছে; অপরদিকে সরকারবিরোধী চার দলীয় মধ্য-ডান জোট পেয়েছে ৪০ দশমিক তিন শতাংশ ভোট। রয়টার্স বলছে, সুইডেনে একটি কার্যকরী সরকার গঠনের আগে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করবে বলে এতে ধারণা পাওয়া যাচ্ছে। অভিবাসন নিয়ে সৃষ্ট শঙ্কার কারণেই ইউরোপের অন্যতম উদার এ দেশটির বাসিন্দাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের ঝোঁক বাড়ছে বলে মত বিশ্লেষকদের।

সর্বশেষ খবর