বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৮

আগামী মাসে ভোট তার আগে হামলা

আফগানিস্তানে আত্মঘাতী হামলা থামছেই না। সর্বশেষ গত পরশু দেশটির নানগারহার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহীদের চালানো হামলাগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী হামলা বলে জানিয়েছে বিবিসি। গত আগস্টে কমপক্ষে চারটি বড় আত্মঘাতী হামলা হয়। ওই সব হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয়। মঙ্গলবার নানগার প্রদেশের রাজধানী জালালাবাদ ও পার্শ্ববর্তী দেশে পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিংয়ের মধ্যবর্তী মহাসড়কে এক প্রতিবাদ সমাবেশে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাকিস্তানের নিকটবর্তী মোমান্দ দারা জেলার এক পুলিশ কমান্ডারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেখানে জড়ো হয়েছিল কয়েকশত লোক। আত্মঘাতী হামলাকারী তাদের লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ প্রথমে নিহতের সংখ্যা ৩২ জন জানালেও রাতে আহতদের মধ্যে অনেকের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে যায়। হামলায় আরও ১৬৫ জন আহত হয়েছে। আগামী মাসে আফগানিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা আছে। নির্বাচন প্রতিরোধ করার ডাক দিয়েছে তালেবান।  নির্বাচনের আগে এই হামলা দেশটিতে শঙ্কা বাড়িয়ে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। প্রায় ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানার জন্য যুক্তরাষ্ট্র তালেবানদের সঙ্গে একটি সমঝোতায় যেতে চাইছে। সমস্যা হচ্ছে তালেবানদের শর্ত নিয়ে। তালেবান যোদ্ধারা চায় সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে। আর যুক্তরাষ্ট্র চায় তালেবান যোদ্ধাদের আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে।

সর্বশেষ খবর