শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্ত্রীর দাফনে অংশ নিতে প্যারোলে মুক্ত নওয়াজ

স্ত্রীর দাফনে অংশ নিতে প্যারোলে মুক্ত নওয়াজ

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ গত পরশু লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। স্ত্রী কুলসুমের দাফন অনুষ্ঠানে শামিল হতে প্যারোলে মুক্তি পেয়েছেন নওয়াজ শরিফ। নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতা মোহাম্মদ সফদারও প্যারোলে মুক্তি পেয়েছেন। গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে বের হয়ে এয়ারবাসে করে তারা লাহোরে পৌঁছান। পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের নির্দেশে ওই তিনজনকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে আগামীকাল বিকালে লাহোরে কুলসুমের মরদেহ সমাহিত করার কথা রয়েছে। সেই সময় পর্যন্ত প্যারোলের সময় বাড়তে পারে বলে জানা গেছে। আজ লন্ডনে তার জানাজা হওয়ার কথা রয়েছে। আগামীকাল তার মরদেহ পাকিস্তানে নেওয়ার কথা। ডন

সর্বশেষ খবর