শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঘূর্ণিঝড় ফ্লোরেন্সে তছনছ মার্কিন উপকূল

ঘূর্ণিঝড় ফ্লোরেন্সে তছনছ মার্কিন উপকূল

গতকাল যুক্তরাষ্ট্রের উপকূলে দেড়শ কিলোমিটার গতিতে ভয়ঙ্কর ঝড় ফ্লোরেন্স আছড়ে পড়ে —এএফপি

মার্কিন পূর্ব উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। গতকাল সকালে এটি উপকূলে আঘাত হানে। এর প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এক লাখেরও বেশি বাড়ি। তবে আঘাত হানার আগে যে বিপজ্জনক ঝড় হিসেবে বলা হয়েছিল তা পরে দুর্বল হয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ে। দেশটির কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র জেফ বিয়ার্ড জানান, ঝড়ের ফলে নিচু এলাকায় বন্যা দেখা দিতে পারে। ক্যারোলিনা ও ভার্জিনিয়াতে ইঞ্চি নয়, বৃষ্টিপাতের হার ফুট ছাড়িয়ে যেতে পারে।

সর্বশেষ খবর