শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মহারাষ্ট্রের একটি আদালত চন্দ্রবাবু নাইডু এবং তার দল তেলেগু দেশম পার্টির আরও ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০১০ সালে বাবলি বাঁধ প্রকল্প সফরের সময় আদালতের আদেশ অমান্য করার দায়ে এ রায় দিল আদালত। আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তার দলের ১৪ নেতাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। ২০১০ সালে মহারাষ্ট্রের গোদাবরী নদীর ওপর প্রাদেশিক সরকারের বাবলি বাঁধ নামের অননুমোদিত সেচ প্রকল্পের বিরুদ্ধে তেলেগু দেশম পার্টির বিক্ষোভের ঘটনায় এই মামলা করা হয়। পুলিশ কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে।

সর্বশেষ খবর