শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের ক্ষমতা কমছে : গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মন্তব্য করেছেন, বিশ্বের ঘটনাপ্রবাহে প্রভাব ফেলার সক্ষমতা হারাচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ‘সফট পাওয়ার’ কমে গেছে। অবশ্য বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পরিবর্তিত এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নতুন এক চ্যালেঞ্জ হাজির করেছে। জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের বেশিরভাগ সমস্যার সমাধান ওয়াশিংটন ছাড়া সম্ভব নয়, এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায় নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে। গুতেরেস বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ বিভিন্ন ধরনের কয়েকটি সংঘাতে জড়িত— বাণিজ্যিক সম্পর্ক, অন্য পরিস্থিতিজনিত আগে যে মনোযোগ কাড়তে সক্ষম হতো আজ তা পরিষ্কারভাবে কমছে’।

সর্বশেষ খবর