রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
ল্যানসেটের গবেষণা প্রতিবেদন

আত্মহত্যাকারী প্রতি ১০ জন নারীর চারজনই ভারতীয়

বিশ্বে প্রতি বছর যত নারী আত্মহত্যা করেন, তার প্রতি ১০ জনের চারজনই ভারতীয় নারী। সম্প্রতি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে পৃথিবীর সব আত্মহত্যার প্রায় ২৫ শতাংশ করেছিলেন ভারতীয় নারীরা। কিন্তু ২০১৬ সালে সে সংখ্যা বেড়ে ৩৬ দশমিক ৬ শতাংশে গিয়ে ঠেকেছে। অন্যদিকে বিশ্বব্যাপী সব আত্মহত্যার প্রায় ২৪ শতাংশই করেন ভারতীয় পুরুষরা। সমীক্ষায় বলা হয়, ভারতে যত নারী আত্মহত্যা করেন, তার ৭১ শতাংশেরও বেশির বয়স ১৫ থেকে ৪০-এর মধ্যে। বিশ্বের আত্মহননকারীর মধ্যে ভারতীয় নারীর সংখ্যা কেন এত বেশি? এ বিষয়ে কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সমাজতত্ত্বের শিক্ষক শৌভিক মণ্ডল বলেন, ‘আত্মহত্যার এ পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, ভারতীয় নারীদের অগ্রগতি যে গতিতে হচ্ছে সামাজিক পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে অন্যান্য দেশে উন্নতিটা আরও দ্রুত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবসময় জেন্ডার সেনসিটিভিটির কথা বলি, আবার অন্যদিকে বলা হয়, ভারতের নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন খুব দ্রুত। এর একটা সুফল নারীরা পাচ্ছেন ঠিকই; কিন্তু অন্য দেশের নারী-পুরুষের ভেদাভেদগুলো যত দ্রুত কমছে, আমাদের দেশে সেই গতিতে কমছে না।’ ভারত সরকারের সংগৃহীত যে তথ্যের ওপর ভিত্তি করে ল্যানসেট এ রিপোর্ট বিশ্লেষণ করেছে, সেখানে রাজ্য অনুযায়ী আত্মহত্যার ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। ওই সমীক্ষায় দেখা গেছে, ভারতের বেশ কয়েকটি রাজ্যে যেমন নারী-পুরুষের আত্মহত্যার হার প্রায় সমান, তেমনই আবার ছত্তিশগড় ও কেরালায় পুরুষের মধ্যে আত্মহত্যার হার বেশি। বিবিসি বাংলা

সর্বশেষ খবর