সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ম্যাংখুতের তাণ্ডবে ফিলিপিন্সে নিহত ৫৯

ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানো টাইফুন ম্যাংখুতে অন্তত ৫৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের কর্দিলিয়ারা অঞ্চলের, এছাড়া নুয়েভো ভিজকাইয়া প্রদেশের আশপাশে ও ইলোকস সুর প্রদেশেও নিহত হয়েছে।  প্রেসিডেন্ট রদ্রিগো দুতাতে এ রাজনৈতিক উপদেষ্টা তোলেন্তিনো জানিয়েছেন, ম্যাংখুতে লুজনের উত্তরাঞ্চলের অন্যান্য এলাকার ক্ষয়ক্ষতির প্রতিবেদন আসা অব্যাহত আছে। টাইফুন ম্যাংখুত ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের মধ্য দিয়ে পশ্চিমমুখে চীনের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিপিন্সের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, টাইফুনটির তাণ্ডবে তুগেগ্যারাও শহরের প্রায় সব ভবন কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাইফুনটি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এর গমনপথে ৪০ লাখ লোকের বসবাস। টাইফুনের কারণে ছয় মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়।

সর্বশেষ খবর