মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট চান সাদিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে যে ‘অচলাবস্থা’ সৃষ্টি হয়েছে তার সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ প্রশ্নে দ্বিতীয়বার গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। প্রধানমন্ত্রী মে বরাবরই দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নাকচ করে আসছেন। কিন্তু তিনি যেভাবে ব্রেক্সিট আলোচনা চালাচ্ছেন তা নিয়ে আপত্তি জানিয়েছেন সাদিক খান। দৈনিক অবজারভারে রবিবার প্রকাশিত এক কলামে লেবার পার্টির এ নেতা বলেন, ইইউর সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাজ্যের হাতে আর মাত্র ছয় মাস সময় আছে। এত কম সময়ের মধ্যে হয় যুক্তরাজ্যের জন্য ‘খারাপ চুক্তি’ হবে অথবা ‘কোনো চুক্তিই হবে না’। ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যকে ইইউ ছাড়তে হবে। অথচ ব্রাসেলসের সঙ্গে এখনো তারা বিচ্ছেদ পরিকল্পনা নিয়ে কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি। এদিকে এখন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপিরা তার ব্রেক্সিট পরিকল্পনাকে ‘চেকারস প্ল্যান’ বলে তা পরিবর্তনের দাবি তুলেছেন। এদিকে ব্রেক্সিট প্রশ্নে দ্বিতীয়বার গণভোটের আয়োজন করা হবে না বলে আবারও করে বলেছেন মে।

সর্বশেষ খবর