বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জেরুজালেমে আরও অবৈধ বসতি করছে ইসরায়েল

অবরুদ্ধ পূর্ব জেরুজালেমে আরও ২২০টি অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েল সিভিল প্রশাসন এই বসতির অনুমোদন দিয়েছে। ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। জানা যায়, পূর্ব জেরুজালেমের জাবাল আল মুকাবেহর এলাকায় এই বসতি নির্মাণ করা হবে। কোনো রকম দ্বিমত ছাড়াই এই বিলটি পাল হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে কাজ। এই বসতি নির্মাণ নিয়ে কাজ করা পর্যবেক্ষণ সংস্থা পিস নাউ জানায়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে পশ্চিম তীরে ১৪ হাজার ৪৫৪টি অবৈধ বসতির অনুমোদ দিয়েছে ইসরায়েল। আগের মার্কিন প্রশাসন থাকা অবস্থার চেয়ে যা প্রায় তিনগুণ।

সর্বশেষ খবর