শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দ্বিপক্ষীয় অগ্রগতি নিয়ে মোদি- গানি বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি তাদের দেশের মধ্যে বহুমুখী দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে গতকাল আলোচনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘এ দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।’ এ দুই নেতা গত সপ্তাহে মুম্বাইয়ে ভারত-আফগানিস্তানের বাণিজ্য ও বিনিয়োগ শোর সফল সমাপ্তির প্রশংসা করেন। এ সময় তারা দু’দেশের মধ্যে যোগাযোগ জোরদার করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। কর্মকর্তারা জানান, মোদি আফগান সরকারের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। গানি মোদির সঙ্গে সাক্ষাৎ  করতে একদিনের সফরে গতকাল নয়াদিল্লিতে পৌঁছান। এএফপি।

সর্বশেষ খবর