সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবার গ্রিনকার্ডের সুবিধাও কাটছাঁট করছে আমেরিকা

এবার গ্রিনকার্ডের সুবিধাও কাটছাঁট করছে আমেরিকা

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন একটি প্রস্তাবনার ঘোষণা দিয়েছে যার ফলে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে যারা ইতিমধ্যে সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন এমন বিদেশিদের জীবন কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। আর এতে উদ্বেগ, উৎকণ্ঠা বেড়ে গেছে লাখ লাখ প্রবাসীর। তার মধ্যে বাংলাদেশিরাও আছেন। মূলত গ্রিন কার্ডের সুবাদে খাদ্য ও আর্থিক সহায়তাসহ যে সব সুযোগসুবিধা পেয়ে আসছেন বা পাওয়ার কথা অভিবাসীদের, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার তা কাটছাঁট করতে পারে। মার্কিন প্রশাসন সূত্রের খবর, ২১ সেপ্টেম্বর প্রস্তাবিত আইনের খসড়ায় সই করেছে হোমল্যান্ড সিকিওরিটি দফতর। সেটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে এর ফলে দেশটিতে বৈধভাবে যেসব বিদেশি যাবেন বা রয়েছেন তারা খাদ্য সহায়তা, গৃহায়ন কিংবা স্বাস্থ্যসেবা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। প্রায় দু’দশক ধরে চলমান নীতির আওতায় সেখানে অনুমতি নিয়ে বসবাসরত বিদেশিরা এসব সুবিধা পেয়ে আসছিল। এ ব্যাপারে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে সিলিকন ভ্যালির মার্কিন বহুজাতিক সংস্থাগুলি। উদ্বিগ্ন মার্কিন রাজনীতিকদেরও একাংশ। সিলিকন ভ্যালির মার্কিন বহুজাতিক সংস্থাগুলির চিন্তার কারণ, গ্রিন কার্ডের ওই সব সুযোগসুবিধা কাটছাঁট করা হলে তারা অনেক দক্ষ কর্মচারী খোয়াবে। ওই দক্ষ কর্মচারীরা তখন আমেরিকা ছেড়ে অন্য দেশে চলে যাবেন বা ফিরে যাবেন নিজের দেশে। আর মার্কিন রাজনীতিকদের যে অংশটি এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে, তাদের চিন্তার কারণ, এর ফলে, মার্কিন শিল্প ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে দক্ষ ও শিক্ষিত অভিবাসী কর্মচারীর অভাব বাড়বে। যা দিনের শেষে, দেশের অর্থনীতির পক্ষে হয়ে উঠবে খুব বিপজ্জনক। নতুন আইনে বলা হয়েছে, গ্রিন কার্ড যাদের আছে, তাদের নবায়ন আবেদনপত্রে এবার জানাতে হবে, তারা মার্কিন সরকারের দেওয়া কোনো সুযোগসুবিধা নিতে চান না। যারা নতুন আবেদন করছেন গ্রিন কার্ডের জন্য, একই কথা জানাতে হবে তাদেরও। তবেই নতুন গ্রিন কার্ড দেওয়া হবে বা তা নবায়ন করা হবে।

সর্বশেষ খবর