সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্য নিয়ে কৌতূহল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সচরাচর জাতিসংঘের সমালোচনা করতে ছাড়েন না। তিনি এর আগে মন্তব্য করেছিলেন, জাতিসংঘের অমিত সম্ভাবনা ছিল। কিন্তু সে অনুযায়ী কাজ হচ্ছে না। যেখানে এতগুলো দেশ একত্র হয়, সেখানে অনেক কিছুরই কেন সমাধান হয় না।  তবে এখন বলছেন, ভবিষ্যতে তা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দেওয়ার আগে গত শনিবার টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন। বক্তৃতাও করবেন। এবার অনেক ভালো কিছু ঘটতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আজ জাতিসংঘের উদ্যোগে বিশ্বের মাদক সমস্যা নিয়ে একটি শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামীকাল তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছিলেন, জাতিসংঘ আমেরিকার অর্থ-সাহায্যের ওপর নির্ভরশীল হলেও সংস্থাটি আমেরিকার প্রতি শ্রদ্ধাশীল নয়। গত বছর সাধারণ পরিষদে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দিয়ে উত্তেজনাকর বক্তৃতা দেন। এবার তিনি বিশ্ব সভায় দাঁড়িয়ে কী বলেন, কতটা গ্রহণযোগ্য বক্তব্য রাখেন, তা নিয়ে চলছে জল্পনা। বিবিসি

সর্বশেষ খবর