সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ওঁলাদের মন্তব্যে চাপে মোদি

ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধবিমান চুক্তিতে ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানির কোম্পানিকে চুক্তির অংশীদার করতে মোদি সরকার বাধ্য করেছিল, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের এমন মন্তব্যে চাপে পড়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার ফরাসি সাময়িকী মিডিয়াপার্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ওঁলাদ এসব কথা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মিডিয়াপার্টে দেওয়া উদ্ধৃতিতে ওঁলাদ বলেছেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু বলার ছিল না। ভারতীয় সরকার এই সার্ভিস গ্রুপটির প্রস্তাব করে এবং দাসো (রাফালের নির্মাতা ফরাসি কোম্পানি) আম্বানি গ্রুপের সঙ্গে চুক্তি করে। আমাদের কিছু করার ছিল না; ওই অংশীদারকেই গ্রহণ করেছি যাকে আমাদের দেওয়া হয়েছিল।’

সর্বশেষ খবর