মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্প মনোনীত কাভানার বিরুদ্ধে আরেক নারীর অভিযোগ

ট্রাম্প মনোনীত কাভানার বিরুদ্ধে আরেক নারীর অভিযোগ

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্রেট কাভানার বিরুদ্ধে ফের যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন আরেক নারী। বিবিসি জানায়, ডেবোরাহ রমিরেজ নামের ওই নারী ইয়েল বিশ্ববিদ্যালয়ে কাভানার সহপাঠী ছিলেন। নিউইয়র্কের সংবাদমাধ্যমে তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডরমিটরিতে একটি অনুষ্ঠান চলাকালে কাভানা তার জননাঙ্গ দেখিয়েছিলেন। তবে ব্রেট কাভানা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার চরিত্র কলঙ্কিত করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ড বিচারক ব্রেট কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। বৃহস্পতিবার সিনেটের বিচার বিভাগীয় কমিটিতে তার সাক্ষ্য নেওয়া হবে। তার ওই অভিযোগের পরই নতুন অভিযোগ নিয়ে সামনে এলেন ডেবোরাহ রমিরেজ। তিনি বলেন, ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষে তিনি ও কাভানা সবে ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়টিতেই যৌন অসদাচরণের ওই ঘটনা ঘটে। হোয়াইট হাউসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, প্রশাসন ব্রেট কাভানার পক্ষে আছে। সর্বশেষ ওঠা অভিযোগটি একজন ভালো মানুষকে কালিমালিপ্ত করার জন্য ডেমোক্র্যাটদেরই কারসাজি। বিচারক ব্রেট কাভানাকে সুপ্রিম কোর্টের নবম বিচারপতি হিসেবে চূড়ান্ত নিয়োগ পেতে হলে সিনেটের বিচার বিভাগীয় কমিটির অনুমোদনসহ গোটা সিনেটেই অনুমোদন পেতে হবে। এ প্রক্রিয়ায় সেপ্টেম্বরেই সিনেটের বিচার বিভাগীয় কমিটিতে কাভানার শুনানি অনুষ্ঠান এবং অক্টোবরের শুরুর দিকে ভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু তার বিরুদ্ধে অধ্যাপক ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ডের প্রথম যৌন হয়রানির অভিযোগের পর থেকে সিনেটের এ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এর মধ্যে আরেক অভিযোগ উঠেছে।

সর্বশেষ খবর