মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া

নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়া সিরিয়াকে এস-৩০০ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল বলেছেন, দুই সপ্তাহের মধ্যেই সিরিয়া নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি হাতে পাবে। রয়টার্স জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ায় রুশ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় রাশিয়া ইসরায়েলকে দায়ী করেছে। গতকাল সের্গেই শোইগু বলেছেন, ‘সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে কাজ করা রুশ সেনাদের সুরক্ষায় যথেষ্ট পরিমাণে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ ‘আশা করি, যেসব নতুন পদক্ষেপ আমরা নিয়েছি তাতে মাথা গরম পক্ষের মাথা ঠাণ্ডা হবে।’ ওই বিমান বিধ্বস্তের ঘটনায় ১৫ রাশিয়ান সৈন্য প্রাণ হারিয়েছিলেন। সিরিয়াকে এস-৩০০ দেওয়ার পাশাপাশি মস্কো রাডার সিগনাল জ্যামার বসাবারও সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভূমধ্যসাগরের দিক থেকে কোনো যুদ্ধ বিমান হামলা চালাতে না পারে।

 

সর্বশেষ খবর