বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভুল করে জাতিসংঘের স্পর্শকাতর তথ্য ইন্টারনেটে ফাঁস

পাসওয়ার্ড, অভ্যন্তরীণ নথি ও ওয়েবসাইট সম্পর্কিত কারিগরি তথ্য ভুলক্রমে ইন্টারনেটে প্রকাশ করে ফেলেছিল জাতিসংঘ। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপস ‘ট্রেলো’, ইস্যু ট্র্যাকিং অ্যাপস ‘জিরা’ ও অফিস স্যুট ‘গুগল ডকসে’ ত্রুটিপূর্ণ কনফিগারেশনের কারণে স্পর্শকাতর তথ্যগুলো অনলাইনে প্রকাশ হয়ে পড়েছিল। তবে এরইমধ্যে প্রকাশ হয়ে পড়া বেশিরভাগ তথ্য সরিয়ে নিতে সক্ষম হয়েছে জাতিসংঘ। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, ভুলের কারণে জাতিসংঘের স্পর্শকাতর নথিগুলো যথার্থ লিংকসহ অনলাইনে সহজলভ্য হয়ে পড়ে। অথচ এগুলোতে কেবল নির্দিষ্ট ব্যবহারকারীর প্রবেশের অনুমতি রয়েছে।

সর্বশেষ খবর