বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিরিয়াকে এস-৩০০ দেওয়ায় চটেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার আকাশ নিরাপত্তা ব্যবস্থা এস-৩০০। এ ব্যবস্থা সিরিয়ায় সরবরাহ করেছে রাশিয়া। কিন্তু রুশের এ সিদ্ধান্তে ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা নিয়ে রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তা বড় রকমের ভুল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বাড়ানো ঠিক হবে না। সোমবার বোল্টন বলেন, সিরিয়াকে এস-৩০০ দেওয়ার বিষয়ে যে খবর শুনছি তা যদি সত্যি হয় তাহলে মস্কোর তা পুনর্বিবেচনা করা উচিত।

সর্বশেষ খবর