বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আম্বানির সম্পদ ৪ লাখ ২৬ হাজার কোটি টাকা

আম্বানির সম্পদ ৪ লাখ ২৬ হাজার কোটি টাকা

এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ ভারত। সেই দেশের শ্রেষ্ঠ ধনীর মুকুট ধরে রাখলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এই নিয়ে টানা সাতবার শীর্ষ ধনীর আসন ধরে রাখলেন তিনি। আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫১ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩ লাখ ৭১ হাজার কোটি রুপি, বাংলাদেশী টাকায় ৪ লাখ ২৬ হাজার কোটি)। বার্কলেস ও হুরুন ইন্ডিয়ার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে জানানো হয়, এ বছর ১ হাজার কোটি রুপি সম্পদের মালিকানায় যোগ হয়েছেন ভারতের ২১৪ জন। এখন ১ হাজার কোটি রুপির ঘরে রয়েছেন ৮৩১ জন ধনী। গতকাল টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারতের সেরা ১০ ধনীর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসপি হিন্দুজা। সম্পদের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার কোটি রুপি। তৃতীয় স্থানে এল এন মিত্তল ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১ লাখ ১৪ হাজার ৫০০ কোটি রুপি।

সর্বশেষ খবর