শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভেনেজুয়েলায় অভিযানের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন। ভেনিজুয়েলা তাত্ক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে এর তীব্র নিন্দা জানায় এবং একে ‘সামরিক অভ্যুত্থানের’ উস্কানি হিসেবে উল্লেখ করে। ট্রাম্পের এই হুমকি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর বিভিন্নভাবে চাপ বাড়িয়ে চলছে। দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের কারণে ২০ লাখ লোক আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। ট্রাম্প নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘ভেনেজুয়েলায় যা হচ্ছে তা এক কথায় লজ্জাজনক।’ এদিকে সাধারণ পরিষদে বক্তৃতাকালে মাদুরো বলেন, মতবিরোধ সত্ত্বেও আমি ট্রাম্পের প্রতি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে এবং তার সঙ্গে বৈঠক করতে চাই।  এএফপি।

সর্বশেষ খবর