রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করল রাশিয়া

সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করল রাশিয়া

মস্কো সিরিয়ায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৩০০  ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করা শুরু করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, ‘ইতিমধ্যেই সরবরাহ করা শুরু হয়ে গেছে। ওই ঘটনার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি সেগুলো আমাদের লোকদের শতভাগ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকবে।’ গত সোমবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জোরালো আপত্তি সত্ত্বেও দুই সপ্তাহের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীগুলোর কাছে এই সিস্টেমটি সরবরাহ করা হবে। সিরিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান ভূপাতিত করতে পরোক্ষ ভূমিকা রাখার জন্য এক সপ্তাহ আগে ইসরায়েলকে অভিযুক্ত করেছিল মস্কো। সিরিয়ার গৃহযুদ্ধে দেশের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে ইতিমধ্যে মিত্র রাশিয়া ও ইরানের প্রত্যক্ষ সামরিক সহায়তায় অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন তিনি। সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতিতে শঙ্কিত ইসরায়েল প্রায়ই সিরিয়ায় ইরানি অবস্থানগুলোর ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সম্প্রতি সিরিয়ার লাতাকিয়া শহর ইসরায়েলি বিমান হামলার সময় সিরীয় বাহিনীর বিমান বিধ্বংসী গোলার আঘাতে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। আল জাজিরা

সর্বশেষ খবর