শিরোনাম
মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উত্তপ্ত কাশ্মীর সীমান্ত

কাশ্মীরকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-ভারত সীমান্ত। তারই জের ধরে পাকিস্তান কাশ্মীর প্রধানের অভিযোগ, ভারতীয় সামরিক বাহিনী তার হেলিকপ্টারে গুলি করেছে। রবিবার পাকিস্তান নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের প্রধান ফারুক হায়দার খান এ অভিযোগ তোলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী ফারুক হায়দার খান অভিযোগ করেন, দেশ দুটির সীমান্ত লাইন অব কন্ট্রোলে তার  বেসামরিক হেলিকপ্টারে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিবৃতিতে হায়দার খান বলেন, ভারতীয় সেনাবাহিনী গুলি করেছে কারণ তারা দেখাতে চেয়েছে পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করেছে। কিন্তু গুলি চালানোর সময় হেলিকপ্টারটি পাকিস্তানের আকাশসীমায় ছিল। এদিকে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল  দেভেন্দ্র আনান্দ বলেন, পাকিস্তানের হেলিকপ্টারটি লাইন অব কন্ট্রোলের পাশে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে। উল্লেখ্য, ১৯৪৭ সালে পৃথক হওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে বিবাদ তৈরি হয় পাকিস্তান ও ভারতের। যা এখনো বিদ্যমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর