মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
রোহিঙ্গা সংকট

অং সান সু চিকে মালয়েশিয়া আর সমর্থন করে না

অং সান সু চিকে মালয়েশিয়া আর সমর্থন করে না

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি সে দেশের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। এই ভূমিকার জন্য তাকে আর সমর্থন করে না মালয়েশিয়া। সংবাদভিত্তিক তুরস্কের সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত শনিবার মাহাথিরের সাক্ষাৎকারটি সম্প্রচার করে টিআরটি। সু চির ব্যাপারে মাহাথিরের এ দৃষ্টিভঙ্গি প্রকাশের দিনে সিঙ্গাপুরও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারকে সতর্ক করেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান গত শনিবার নিউইয়র্কে বলেছেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া। ওই জনগোষ্ঠীর এমন একটি সমাজে ফেরা নিশ্চিত করতে হবে, যেখানে সবার জন্য নিরাপত্তা, শান্তি ও ন্যায়বিচার আর উন্নত ভবিষ্যৎ রয়েছে। সু চিকে লেখা চিঠির জবাব পাননি মাহাথির : টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে মিয়ানমারের স্টেট কাউন্সিলরের বিষয়ে হতাশা প্রকাশ করেন মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, ‘আমি তাঁকে (সু চি) চিঠি লিখেছিলাম। কিন্তু সে চিঠির জবাব পাইনি। ইন্টারনেট

সর্বশেষ খবর