মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান : রাজনাথ সিং

কলকাতা প্রতিনিধি

ভারতে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে এগোনো হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাদের চিহ্নিতকরণ করতে ইতিমধ্যেই রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রাজনাথ। সোমবার পশ্চিমবঙ্গের সচিবালয় ‘নবান্নে’ ২৩তম ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজনাথ সিং। রাজনাথ এদিন জানান, ‘রোহিঙ্গাদের চিহ্নিতকরণ ও তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারগুলোকে নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে ওই রিপোর্ট পাওয়ার পরই তা কেন্দ্রের কাছে পাঠাবে।

সর্বশেষ খবর