মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে জাটকা ধরা বন্ধে কড়া বিধি আসছে

পশ্চিমবঙ্গে ইলিশের পোনা ধরার ওপর রাজ্যের মত্স্য দফতর নিষেধাজ্ঞা জারি করলেও তাতে খুব একটা পাত্তা দিচ্ছেন না জেলেরা। তারা নিয়মিত ইলিশের পোনা ধরেই যাচ্ছেন। এ কারণে ইলিশ উৎপাদন কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে মত্স্য দফতর ইলিশের পোনা ধরা বন্ধের জন্য এবার এ সংক্রান্ত আইন সংশোধন করে নতুন আইন চালুর উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য, যাতে করে মত্স্যজীবীরা সমুদ্র বা উপকূলবর্তী নদী থেকে আর ইলিশের পোনা ধরতে না পারেন।

রাজ্য সরকার চাইছে ৫০০ গ্রাম ওজনের নিচের ইলিশ ধরা বন্ধ করতে। সেই লক্ষ্যেই ইলিশ ধরা সংক্রান্ত আইনের সংশোধন আনা হচ্ছে। ৫০০ গ্রামের নিচের ওজনের ইলিশ পেলেই তা বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বাজেয়াপ্ত করবে এই ইলিশ ধরার জালও।   প্রয়োজনে সেই জাল নষ্ট করে দেওয়া  হবে। এমনকি মাছ ধরার ট্রলারের রেজিস্ট্রেশনও বাতিল করার উদ্যোগ নেবে সরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মত্স্য দফতর কম ফাঁসযুক্ত ইলিশ ধরার জাল চেন্নাই ও অন্ধ্র প্রদেশ থেকে আমদানি সম্পূণরূপে বন্ধ করে করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইন্টারনেট

সর্বশেষ খবর