বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পে আমেরিকার ভাবমূর্তি ধস

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বজুড়ে যুক্তরোষ্ট্রের ভাবমূর্তির বড় ধরনের অবনতি হয়েছে বলে এক আন্তর্জাতিক জরিপের ফলাফলে উঠে আছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ২৫টি দেশের নাগরিকদের ওপর ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের চালানো ওই জরিপের ফলাফল সোমবার প্রকাশ করা হয়। চলতি বছরের ২০ মে থেকে ১২ আগস্টের মধ্যে পরিচালিত ওই জরিপে দেখা যাচ্ছে, কেবল রাশিয়া, কেনিয়া ও ইসরায়েলের নাগরিকদের কাছেই যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ২০১৬ সালের তুলনায় উন্নতি হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক উত্তরদাতা বলেছেন, যুক্তরাষ্ট্রের বিষয়ে তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গিই পোষণ করেন। কিন্তু মাত্র ২৭ শতাংশ উত্তরদাতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা রাখার কথা বলেছেন। ৭০ শতাংশ বলেছেন, ট্রাম্পের ওপর ভরসা রাখা যায় বলে তারা মনে করেন না।

সর্বশেষ খবর