বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইরাকে নতুন প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী

কয়েক মাসের অচলাবস্থার পর নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে ইরাকি পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট কুর্দি রাজনৈতিক নেতা বারহাম সালিহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সালিহ প্রধানমন্ত্রী হিসেবে শিয়া নেতা আদেল আবদুল মাহদির নাম ঘোষণা করেন। জাতীয় নির্বাচনে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে সংকট দানা বেঁধেছিল, মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেয়ে তা কাটল বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রধানমন্ত্রীই দেশটির সরকার ব্যবস্থায় সবচেয়ে প্রভাবশালী। প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়ার পথে মাহদি মে মাসের নির্বাচনে নিজেদের সংখ্যাগরিষ্ঠ দাবি করা পরস্পরবিরোধী দুই অংশেরই সমর্থন পেয়েছেন। এএফপি

সর্বশেষ খবর