শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্রেক্সিট নিয়ে ঐক্যের ডাক তেরেসা মের

ব্রেক্সিট নিয়ে ঐক্যের ডাক তেরেসা মের

নাচার ঢঙে মঞ্চে প্রবেশ করেন তেরেসা মে

দলীয় সম্মেলনে ব্রেক্সিট নিয়ে ঐক্যের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। চলতি মাসেই তাঁকে ব্রেক্সিটের চূড়ান্ত রূপরেখা পেশ করতে হবে। তবে মে নিজের অবস্থানে অটল থাকলেও ইইউ থেকে কোনো সমর্থন পাচ্ছেন না।

ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিদায়ের সময় যত ঘনিয়ে আসছে, ব্রিটেনের সরকার ততই তার নিজস্ব অবস্থান আঁঁকড়ে ধরার চেষ্টা করছে। মঙ্গলবার বার্মিংহাম শহরে ক্ষমতাসীন টোরি দলের সম্মেলনে প্রধানমন্ত্রী তেরেসা মে আবার তাঁর ‘চেকার্স’ পরিকল্পনা তুলে ধরে বলেন, দল ও দেশ ঐক্যবদ্ধ থাকলে ইউরোপীয় ইউনিয়নকে ছাড় দিতেই হবে। এমনকি শেষ পর্যন্ত ইইউ-র সঙ্গে কোনো বোঝাপড়া না হলেও আতঙ্কের কোনো কারণ দেখছেন না মে। তাঁর মতে, প্রথমদিকে কিছুটা অসুবিধা হলেও ব্রিটেন অবশ্যই সেই ধাক্কা সামলে নেবে।  বেশ ফুরফুরে মেজাজেই মঙ্গলবার দলের সম্মেলনে দেখা যায় মে’কে। বিশেষ করে নিজের দলের মধ্যে তাঁর বিরোধীদের কোণঠাসা করতে টেরেসা মে যত বেশি সম্ভব সমর্থন আদায় করতে বদ্ধপরিকর। সম্মেলনের মঞ্চে অনেকটা নাচতে নাচতে প্রবেশ করে নিজেকে নিয়ে মস্করা করে তিনি পরিবেশ কিছুটা হালকা করার চেষ্টা করেন।  অবশ্য বিশ্লেষকরা বলছেন, দলের মধ্যে কট্টর ব্রেক্সিটপন্থিরা এখনো তাঁকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা না করলেও নেতা হিসেবে তেরেসা মে সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারছেন না।  মে সরকারের পরিকল্পনা অনুযায়ী, ব্রিটেন ইইউ ত্যাগ করার পর শুধু পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপের বাজারে থেকে যাবে। অন্যান্য ক্ষেত্রে স্বাধীনভাবে জাতীয় নীতি প্রণয়নে কোনো বাধা থাকবে না। ইইউ শুরু থেকেই এমন প্রস্তাব উড়িয়ে দিয়েছে। এই জোটের অভ্যন্তরীণ বাজারে পণ্য, অর্থ, পরিষেবা ও মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। এই ক্ষেত্রে কোনোরকম আপোশ মেনে নিতে প্রস্তুত নয় ইইউ। অর্থাৎ, ব্রিটেনকে হয় পুরোপুরি এই শুল্ক-জোটে অংশ নিতে হবে, কিংবা তার বাইরে থাকতে হবে।

সর্বশেষ খবর