শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভারতে পুতিন, সামরিক চুক্তি যুক্তরাষ্ট্রের হুমকি

ভারতে পুতিন, সামরিক চুক্তি যুক্তরাষ্ট্রের হুমকি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল দুই দিনের সফরে ভারতে গেছেন।  এই সফরে ৫০০ কোটি ডলার মূল্যে রাশিয়ার কাছ থেকে ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চূড়ান্ত চুক্তি করবে। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে বলে দিয়েছে যদি ভারত এস-৪০০ আকাশ প্রতিরোধ ব্যবস্থা কেনে তাহলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। অবশ্য বিষয়টি নিয়ে দুশ্চিন্তায়ও পড়েছে ভারত। ভারতীয় সংবাদপত্রগুলো বলছে, আজ থেকে মূল বৈঠক শুরু হচ্ছে। এবারের বৈঠকে প্রতিরক্ষা ছাড়াও মহাকাশ ও জ্বালানি খাত দ্বিপক্ষীয় বৈঠকে গুরুত্ব পাবে। গতকাল  সন্ধ্যার পরেই দিল্লিতে অবতরণ করেন পুতিন। এরপর প্রধানমন্ত্রী মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। আজ বেলা সাড়ে ১১টা নাগাদ হায়দরাবাদ হাউসে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে বৈঠক হবে। আন্তর্জাতিক কিছু বিষয়সহ মহাকাশ গবেষণা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে কথা হবে। বেলা সাড়ে তিনটা নাগাদ ভারত-রাশিয়া বাণিজ্য সম্মেলনে বক্তব্য দেবেন পুতিন।

সর্বশেষ খবর