শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কাভানাহর বিরুদ্ধে তদন্ত শেষ

ট্রাম্প মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহর বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। সাত দিনের মধ্যে ওই তদন্ত শেষে প্রতিবেদন হোয়াইট হাউসে জমা দিয়েছে এফবিআই। বিবিসি জানিয়েছে, পর্যালোচনার জন্য প্রতিবেদনটি মার্কিন সিনেটে পাঠিয়েছে হোয়াইট হাউস। গতকালই সিনেটররা প্রতিবেদনটি পর্যালোচনা করার কথা। গত জুলাইয়ে ব্রেট কাভানাহকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত করেন ট্রাম্প। চূড়ান্তভাবে নিয়োগ পেতে সিনেটের কাছ থেকে অনুমোদন পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সিনেটের অনুমোদন পাওয়ার আগে কাভানাহর বিরুদ্ধে তিনজন নারী যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। অভিযোগকারী তিন নারীর একজন হলেন, ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্লেজি ফোর্ড। সম্প্রতি সিনেট কমিটিতে অধ্যাপক ফোর্ড অভিযোগ করেন,  কাভানাহ কিশোর বয়সে তার উপর যৌন নিপীড়ন চালিয়েছিলেন। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন কাভানাহ। সেপ্টেম্বরের শেষের দিকে সিনেট জুডিশিয়ালি কমিটির কাছে অভিযোগ নিয়ে তিনি ও কাভানাহ উভয়ই সাক্ষ্য দেন।

সর্বশেষ খবর