শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

১৬০ কোটি ডলার জরিমানার মুখে পড়তে যাচ্ছে ফেসবুক

আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হওয়ার ঘটনায় এই তদন্তের ফলে ফেসবুককে প্রায় ১৬০ কোটি ডলার জরিমানা গুনতে হতে পারে। আয়ারল্যান্ডের কমিশন এক বিবৃতিতে জানায়, এই তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে ফেসবুক জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) মেনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছে কী না। ইউরোপীয় আইন জিডিপিআর এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেসব কোম্পানি ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা দিতে ব্যর্থ হয় সেগুলোর বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা শাস্তি দেওয়া হয়। কমিশন বিবৃতিতে উল্লেখ করেছে, ফেসবুক তাদের জানিয়েছে একটি অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে এবং ব্যবহারকারীদের ঝুঁকি কমিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। ফেসবুকের এক নারী মুখপাত্র জানান, আইরিশ কমিশনটির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। দ্য গার্ডিয়ান

সর্বশেষ খবর