শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আরও দুটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরলো যুক্তরাষ্ট্র

একের পর এক আন্তর্জাতিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটি ইরানের সঙ্গে ১৯৫৫ সালে স্বাক্ষরিত ‘মৈত্রী চুক্তি’ ও কূটনীতিক সম্পর্ক নিয়ে ১৯৬১ সালে স্বাক্ষরিত ভিয়েনা কনভেনশনের ‘ঐচ্ছিক বিধান’ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। মূলত মার্কিন নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইরান ও ফিলিস্তিনিদের করা অভিযোগের মধ্যেই আরও দুটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক এ চুক্তিগুলো থেকে সরে আসার পাশাপাশি জাতিসংঘের আইসিজের কড়া সমালোচনাও করেছে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বুধবার জাতিসংঘের এ সর্বোচ্চ ট্রাইব্যুনালকে ‘রাজনীতিকরণের’ দায়ে অভিযুক্ত করে সংস্থাটিকে ‘অকার্যকর’ অ্যাখ্যা দিয়েছেন। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) সদস্য রাষ্ট্রগুলোর আইনি বিরোধ মীমাংসার প্রধান বিচারিক প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর