শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নাজিবের স্ত্রীর বিরুদ্ধে ১৭ অভিযোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরের বিরুদ্ধে মুদ্রাপাচারসহ বিভিন্ন অপরাধের ১৭টি অভিযোগ আনা হয়েছে। এর আগে তার স্বামীর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে বিলিয়ন ডলার লোপাটের অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার রোসমাহকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতে নেওয়া হয়, এখানে কৌঁসুলিরা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। সব অভিযোগেই অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন রোসমাহ। মুদ্রাপাচার, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় ওয়ানমালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ান এমডিবি) তহবিল থেকে বিলিয়ন ডলার গায়েব করে বিশ্বাস ভঙ্গসহ ৩২টি অভিযোগে তার স্বামী নাজিব রাজাকেরও বিচার চলছে। রোসমাহর বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে ওয়ান এমডিবি তহবিল সংক্রান্ত তদন্তের কোনো যোগসূত্র আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ খবর