শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শাহবাজ শরিফ গ্রেফতার

শাহবাজ শরিফ গ্রেফতার

পাকিস্তানে দুর্নীতির দুটি মামলায় বিরোধীদলীয় নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে গ্রেফতার করা হয়েছে। গতকাল লাহোরে তাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। শাহবাজ শরিফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সময় পানি বিশুদ্ধকরণ (সাফ পানি) প্রকল্প এবং আসিয়ানা হাউজিং স্ক্রিমে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। এনএবির মুখপাত্র নওয়াজেশ আলি আসিম পিটিআইকে জানিয়েছেন, এ দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাহবাজকে এনএবির লাহোর কার্যালয়ে তলব করা হয়েছিল। আসিয়ানা হাউজিং স্ক্রিম এবং পাঞ্জাব সাফ পানি কোম্পানির নিয়ম ভঙ্গ করে নিজের পছন্দের ফার্মকে ঠিকাদারি পাইয়ে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। কিন্তু এনএবির জেরায় শাহবাজ তার এ ভূমিকার ব্যাপারে তদন্তকারীদের কোনো সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। আসিম বলেন, আজ শাহবাজকে রিমান্ডে নেওয়ার জন্য এনএবি আদালতে হাজির করা হবে। এর আগে শাহবাজের ভাই নওয়াজ শরিফকে দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে এনএবি আদালত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর