শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতির অভিযোগে দ. কোরিয়ার আরেক প্রেসিডেন্টের জেল

দুর্নীতির অভিযোগে দ. কোরিয়ার আরেক প্রেসিডেন্টের জেল

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়াং-বাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল সিউলের একটি আদালত ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষীসাব্যস্ত করে এ সাজা দেয়। তাকে কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার ৩০০ কোটি ওন (এক কোটি ১৫ লাখ ডলার) জরিমানাও করা হয়েছে। লি’র বিরুদ্ধে স্যামসাং এবং তার নিজস্ব গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রায় এক কোটি মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। রায় ঘোষণার দিন লি আদালতে উপস্থিত ছিলেন না। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। লি দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া দক্ষিণ কোরিয়ার চতুর্থ সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ সালে তার স্থলাভিষিক্ত হওয়া পার্ক জিউন হাইকে গত এপ্রিলে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষীসাব্যস্ত করে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ খবর