শিরোনাম
শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ক্যাভানোর বিরুদ্ধে বিক্ষোভ আটক তিন শতাধিক

মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ব্রেট ক্যাভানোকে নিয়োগ না দেওয়ার দাবিতে ওয়াশিংটনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। পুলিশ সেখান থেকে তিন শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে। যৌন হয়রানির অভিযোগ ওঠা ক্যাভানোর নিয়োগ নিয়ে গতকালই মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোট হওয়ার কথা। ভোটে ক্যাভানোর পক্ষেই রায় যাওয়ার কথা। কিন্তু তার আগেই ওয়াশিংটন জুড়ে বিক্ষোভ হলো। গ্রেফতারকৃতদের মধ্যে হলিউডের কমেডি অভিনেতা এমি শুমার ও ফ্যাশন মডেল এমিলি রাতাজকোওস্কি আছেন।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই বলেন, ক্যাভানোকে নয়, তার বিরুদ্ধে আনা অভিযোগকারী নারী অধ্যাপককেই বিশ্বাস করছেন তারা। ক্যাভানোর বিরুদ্ধে ৩৬ বছর আগে করা যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন এক নারী অধ্যাপকসহ তিন নারী। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে ক্যাভানোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।

সর্বশেষ খবর