শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চীনে মুসলমানদের ওপর নির্যাতনের নিন্দা ইইউর

চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। উইঘুরদের গ্রেফতার ও নির্যাতনের জন্য চীনের বিরুদ্ধে নিন্দাও জানানো হয় সেখান থেকে। একই সঙ্গে ইতিমধ্যে আটক উইঘুর মুসলিমদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে ইইউর অধিবেশন থেকে এ আহ্বান জানানো হয়। উইঘুরদের দুর্বিসহ জীবন, সরকারের নির্যাতন ও বন্দীবস্থায় মৃত্যুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রতিনিধিরা। কয়েকদিন আগে জাতিসংঘের একটি তদন্তে উঠে আসে জিনজিয়াং অঞ্চলে জঙ্গিবাদ দমনের নামে প্রায় ১০ লাখ সংখ্যালঘু উইঘুর মুসলমানকে বন্দীশিবিরে আটকে রাখা হয়েছে। এরপরই বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে চীনের বিরুদ্ধে।

তার পরিপ্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়ন থেকে এ অত্যাচার বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে চীন প্রথম থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ খবর