শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইন্টারপোলের প্রধান নিখোঁজ!

ইন্টারপোলের প্রধান নিখোঁজ!

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোয়াওয়েইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সপ্তাহখানেক ধরে তিনি নিখোঁজ বলে তার পরিবারের পক্ষে দাবি করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফ্রান্স। গত সপ্তাহে ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দফতর থেকে বের হয়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মেং হোয়াওয়েই। পরিবারের সদস্যদের দাবি, এর পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুই বছর আগে ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হন মেং। ৬৪ বছর বয়সী মেং চীনের কমিউনিস্ট পার্টির একজন জ্যেষ্ঠ নেতা। প্রাথমিক তদন্তের পর ফরাসি কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, ফ্রান্সে নিখোঁজ হননি মেং। তার স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে এ তদন্ত শুরু হয়।

এক বিবৃতিতে ইন্টারপোল জানিয়েছে, মেং হোয়াওয়েইর নিখোঁজ হওয়ার বিষয়ে ওয়াকিবহাল সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফ্রান্স ও চীন উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় এটি।’

২০২০ সাল পর্যন্ত মেং-এর মেয়াদ ছিল। ২০১৬ সালের নভেম্বরে তিনি সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে চীনের জননিরাপত্তাবিষয়ক বিভাগের উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। পুলিশ বিষয়ে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা আছে তার। বিশ্বের মোট ১৯২টি দেশ ইন্টারপোলের সদস্য। এএফপি

সর্বশেষ খবর