রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে কানাকড়িও দেব না : সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্রকে কানাকড়িও দেব না : সৌদি যুবরাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের জবাবে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে কানাকড়িও দেবে না। প্রকৃতপক্ষে আমাদের নিরাপত্তার জন্য আমরা তাদের কিছুই দেব না। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থের বিনিময়েই আমরা অস্ত্র কিনে থাকি, বিনা পয়সায় নয়।  গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ এ কথা বলেছেন। প্রসঙ্গত, সম্প্রতি এক মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন সমর্থন ছাড়া সৌদি যুবরাজ দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না। ধারাবাহিকভাবে তিনি দাবি করে আসছেন, নিজেদের সুরক্ষা নিশ্চিতের বিনিময়ে সৌদি আরবের উচিত যুক্তরাষ্ট্রকে অর্থ পরিশোধ করা। নির্বাচনী প্রচারণার সময় থেকেই নিরাপত্তা  দেওয়ার বিনিময়ে সৌদি আরবের কাছে অর্থ দাবি করে আসছেন ট্রাম্প। ২০১৬ সালে উইকনসিস রাজ্যে এক নির্বাচনী প্রচারণায়ও তিনি বলেছিলেন, আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছি। রিয়াদ এর বিনিময়ে উপযুক্ত মূল্য পরিশোধ করছে না। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ২০১৮ সালের এপ্রিলে হোয়াইট হাউসে একাধিক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব যদি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অব্যাহত দেখতে চায় তাহলে তাদের ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করতে হবে। সর্বশেষ ২ অক্টোবর মিসিসিপির এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছি। যুক্তরাষ্ট্রকে ছাড়া তারা দুই সপ্তাহও টিকতে পারবেন না।’ রয়টার্স

সর্বশেষ খবর