রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারে মার্কিন প্রভাব ঠেকাতে চীনের পদক্ষেপ

সাম্প্র্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে অগ্রাধিকারমূলক প্রবেশ ও প্রভাব নিশ্চিত করতে চায় চীন। ভূকৌশলগত স্বার্থ সংরক্ষণে দেশটিতে পশ্চিমা বিশেষ করে মার্কিন প্রভাব ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে তারা। ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে চীনের ভূমিকা’ শীর্ষক ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি)। প্রতিবেদনে বলা হয়েছে একজন চীনা দূত সংঘাত কবলিত উত্তর এবং পূর্বাঞ্চলীয় মিয়ানমারে তার মার্কিন প্রতিপক্ষকে  যেতে নিষেধ করেছে। প্রতিবেদনে উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২০১৬ সালের শুরুর দিকে নতুন আসা চীনের রাষ্ট্রদূত মার্কিন দূতকে কাচিন এবং শান প্রদেশের পূর্বাঞ্চলে যেতে নিষেধ করেন। অনলাইন

সর্বশেষ খবর